ওএসএসপিআইডি সাইন-আপ

সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে অনলাইন সিস্টেমের মাধ্যমে যেকোন সেবা গ্রহণ করার ক্ষেত্রে ইউজার নিবন্ধন আবশ্যক। ওএসএসপিআইডি আপনার সংরক্ষিত তথ্যের মাধ্যমে যেকোনো অনলাইন সিস্টেমে সহজেই ইউজার নিবন্ধনের সুযোগ করে দেয়। নির্দিষ্ট তথ্যাবলী দিয়ে একবার ওএসএসপিআইডিতে নিবন্ধিত হলে ঐ ইউজারের তথ্য দিয়ে পরবর্তীতে যেকোন সিস্টেমে (অনুমোদন স্বাপেক্ষে) প্রবেশ করতে পারবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওএসএসপিআইডির তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং যেকোনো জায়গা থেকে সহজেই প্রবেশযোগ্য।

ওএসএসপিআইডি লগইন

OSSPID-তে প্রথমবার প্রবেশের সময় কয়েকটি ব্যক্তিগত তথ্যের মাধ্যমে Sign-up করতে হয়। ই-মেইল ও মোবাইল নম্বরটি সঠিক হলে ই-মেইল ও OTP’র মাধ্যমে লগিন নিশ্চিত হবে। আপনার OSSPID অ্যাকাউন্টটি বিভিন্ন ধরনের সরকারি পরিসেবায় আবেদনের জন্য নিরাপদ এক্সেজ দিবে। যখন কোন সরকারি সেবার জন্য আবেদন করবেন OSSPID’র মাধ্যমে আবেদন করুন, ইউজার না থাকলে নতুন ইউজারের জন্য রেজিস্ট্রেশন করুন।

ওএসএসপিআইডির মাধ্যমে আপনার পরিচয় যাচাই করুন

আপনার পরিচয় যাচাই করতে নিরাপদ ও গোপনীয়তার সাথে OSSPID মাধ্যমে তথ্য প্রদান করুন। তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের প্রয়োজন হবে। সঠিক তথ্যের মাধ্যমে পরিচয় নিশ্চিত করুন।

নিরাপদে আপনার তথ্য শেয়ার করুন

কেবলমাত্র একবার পরিচয় প্রদান করুন

কেবলমাত্র একবার ঠিকানার তথ্য দিন

সরকারি কার্যক্রম ও ব্যবসায়ে ওএসএসপিআইডি

ওএসএসপিআইডি সরকারি ও বেসরকারি খাতে মানুষের জন্য অনলাইন সেবাসমূহে সহজেই প্রবেশাধিকার ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে। এই সেবাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সব ধরণের আইন, বিধি-বিধান, সুরক্ষা, গোপনীয়তা এবং আস্থার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে।